বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট মাহবুব উল আলমের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ০৮, ০৬:০০ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি পরিচালনা কমিটির উদ্দ্যেগে গত ৬ ডিসেম্বর ২০২৪ সোসাইটির অফিস সম্মুখস্ত ময়দানে দৈনিক আজাদীর সহকারী সম্পাদক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট মাহবুব উল আলমের স্বরণ সভা ও দোয়া মাহফিল সভাপতি সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক হায়দরী।

আলোচনায় অংশ নেন ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আল্ ফোরকান, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, সাংবাদিক শহীদ উল আলম, সাংবাাদিক সালাউদ্দিন রেজা, সাংবাদিক ম. শামশুল ইসলাম, সাংবাদিক দেব দুলাল ভৌমিক, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার সাংবাদিক হাসান আকবর, হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট এর মহাসচিব অধ্যাপক এ.ওয়াই.এম জাফর, সাংবাদিক মোয়াজ্জেমুল হক, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক বাবুল কান্তি চৌধুরী, সাংবাদিক শতদল বড়ুয়া, সাংবাদিক সিরাজুল করিম মানিক, সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম।স্লোগান সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জহির, মোহাম্মদ ইরফান রেজা খান, মোহাম্মদ জামিল আকতার রিদ্দী,  ব্যাংকার সরওয়ার কবির চৌধুরী, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, মরহুমের মেজ ভাই অধ্যাপক মাহমুদুল আলম, সেজ ভাই অধ্যাপক জহুরুল আলম, মরহুমের একমাত্র পুত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জিবরান আলম।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সোসাইটি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল হাছান কাদেরী, শুরুতে কোরআন তেলাওয়াত করেন নায়েবে ইমাম হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework